বেতনাদি পরিশোধের বিস্তারিত

প্রতি মাসের ২০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।

২.        ২০ তারিখের মধ্যে বেতন পরিশোধ না করলে পরের মাসে ২০ তারিখের মধ্যে ৫০ টাকা জরিমানাসহ দুই মাসের বেতন পরিশোধ করতে হবে।

৩.        পর পর ২ মাসের বেতন বকেয়া হলে তৃতীয় মাসের ২০ তারিখের মধ্যে ১৫০ টাকা জরিমানাসহ তিন মাসের বেতন পরিশোধ করতে হবে।

৪.         পর  পর ৩ মাস বেতন বকেয়া হলে ৪র্থ মাসের ২০ তারিখের মধ্যে পরিশোধ না করলে ২১ তারিখ থেকে শিক্ষার্থীর নাম রেজিস্টার থেকে কর্তন করা যাবে এবং ১০০০ টাকা পূর্ণঃভর্তি ফি-সহ চার মাসের বেতন দিয়ে আবার ভর্তি হতে হবে।

৫.        ৫ম মাসে ২১ তারিখের মধ্যে  পুনঃ ভর্তি না হলে ক্লাসে যোগ দিতে দেওয়া হবে না।