কলেজের অবস্থান

কলেজের অবস্থান (বালিকা শাখা)

সম্ভ্রান্ত আবাসিক এলাকা মোহাম্মদপুর ‘এ’ ব্লকের ইকবাল রোডে মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। কলেজে আসার জন্য চারদিকে রয়েছে প্রশস্ত রাস্তা। দক্ষিণে আসাদ অ্যাভিনিউ, উত্তরে স্যার সৈয়দ রোড, পূর্বে মিরপুর রোড এবং পশ্চিমে ইকবাল রোড। রিক্সা, বাস, সিএনজি, ট্যাক্সি ক্যাব, টেম্পো ও মিশুক পরিবহন ব্যবহার করে সহজে কলেজে যাতায়াত করা যায়। তিন বিঘা জমির উপরে অধুনানির্মিত সুদৃশ্য কলেজভবন সকলের দৃষ্টি আকর্ষণ করে। চারদিকে উঁচু দেয়াল বেষ্টিত ক্যাম্পাসের উন্মুক্ত অঙ্গনে পাশাপাশি খেলাধুলা ও আনন্দোৎসব করে আধুনিক এবং একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষাদানের জন্য সমৃদ্ধ লাইব্রেরি, কম্পিউটার ল্যাবরেটরি, অত্যাধুনিক ল্যাবরেটরি, প্রশস্ত শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম, উন্মক্ত খেলার মাঠ এবং সুপ্রশস্ত জিমনেসিয়ামের ব্যবস্থা আছে।

 

 

কলেজের অবস্থান (বালক শাখা)

অভিজাত আবাসিক এলাকা মোহাম্মদপুর ‘এ’ ব্লকের আসাদ অ্যাভিনিউর মনোরম পরিবেশে এই কলেজ অবস্থিত।এখানে আসার জন্য সকল দিকে রয়েছে প্রশস্ত রাস্তা। সামনে আসাদ অ্যাভিনিউ, উত্তরে ইকবাল রোড ও স্যার সৈয়দ রোড, পূর্বে মিরপুর রোড। রিক্সা, বাস, টেম্পো, সিএনজি চালিত অটো কিংবা ট্যাক্সি ক্যাবে করে সহজে কলেজে যাতায়াত করা যায়। ৯,০০০ বর্গফুট জমির উপরে অধুনা নির্মিত সুদৃশ্য কলেজ ভবন সকলের দৃষ্টি আকর্ষন করে। চারিদিকে দেয়াল বেষ্টিত  প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিরিবিলি ও নিরাপদ পরিবেশে কলেজের কার্যক্রম পরিচালিত হয়।